ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সোহানের জন্য ভালো লাগা, তার জন্যই খারাপ লাগা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ২৩:০৩

নুরুল হাসান সোহান। ফাইল ছবি নুরুল হাসান সোহান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ে সিরিজের প্রসঙ্গ ‍উঠলেই সবার প্রথমে যেটি আসছে তা হলো পান্ডবদের না থাকা। তাদের বিশ্রামকালীন সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া নুরুল হাসান সোহানের নেতৃত্বে অবশ্য খুশি বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এছাড়াও সোহানের ইনজুরিতে যৌক্তিক কারনে খারাপ লাগা কাজ করছে এই কোচের। 

 

সোহানের নেতৃত্ব প্রসঙ্গে ডোনাল্ড বলেন, গত দুই ম্যাচে খুবই ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তাকে দেখে মনে হয়েছে যে, সে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে। 

আরও পড়ুনঃ ভারতের ভালো ওপেনার ও মিড অর্ডার ব্যাটার নেইঃ রশিদ

ইনজুরির কারনে তৃতীয় ম্যাচে খেলতে পারবে না সোহান। এ প্রসঙ্গে ডোনাল্ড বলেন, সোহানের সঙ্গে আজ (সোমবার) সকালে দেখা হয়েছে। ওর আঙুল বাঁধা। ওর জন্য খারাপ লাগছে। সে দারুণ খেলছিল, ক্লিন হিট করছিল। 

মূলত সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরার ম্যাচে হাসান মাহমুদের বলে তর্জনীতে আঘাত পেয়েছিলেন। আঙুলে চিড় ধরা পড়ায় শেষ টি-টোয়েন্টিসহ পুরো জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন। দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটারকে হারিয়ে মন খারাপ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। পেস বোলিং কোচ মনে করেন, সোহানের অবর্তমানে ফিনিশিংয়ের দায়িত্ব অন্য কাউকে নিতে হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।