ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্ব চায়নি লিটন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ১৯:৪০

লিটন কুমার দাস। ছবি সংগৃহীত লিটন কুমার দাস। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ব-ইচ্ছায় বিশ্রাম এবং বোর্ড কর্তৃক মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাজানো হয়েছিল টি-টোয়েন্টি স্কোয়াড। যে স্কোয়াডের নেতৃত্ব ছিল নুরুল হাসান সোহানের কাঁধে। তবে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় শেষ ম্যাচে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও তৃতীয় ম্যাচের জন্য দলে যুক্ত করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।


যৌক্তিক কারনে মোসাদ্দেক হোসেনের চেয়ে লিটন কুমার দাস নেতৃত্বে এগিয়ে থাকার কথা থাকলেও নেতৃত্ব নিতে অনীহা প্রকাশ করায় লিটনকে দায়িত্ব দেয়নি ম্যানেজম্যান্ট।


বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, অধিনায়ক লিটনেরই হওয়ার কথা ছিল। ওকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ও রাজী হয়নি। ভালো ব্যাটিং করতে থাকার এই সময়ে সে নেতৃত্বে আসতে চায়নি।


জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ছন্দে রয়েছে লিটন। সিরিজ রক্ষার ম্যাচে দেখা পেয়েছে অর্ধশতক। নেতৃত্ব নিয়ে নিজের ব্যাটিং ছন্দপতন ঘটে কিনা এমন ব্যক্তিগত সন্দেহ ছিল জালাল ইউনুসের।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।