ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মুশফিককে বাস্তববাদী হওয়ার বার্তা বোর্ডের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২ ২০:২১

মুশফিকুর রহিম। ফাইল ছবি মুশফিকুর রহিম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি বছরের ১৮ মে৷ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম৷ এরপরে সংবাদ সম্মেলনে এই ব্যাটার এক সময় বলেন'- এই যে কপালটা দেখছেন (কপাল দেখিয়ে) হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান নাসির। আমি যখন উঠে অনুশীলন করি তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন। তো আল্লাহর রহমতে কিছুটা হলেও তো আল্লাহ দেখেন।'

সেই কথা সমালোচনার জন্ম দিলেও তাতে করে যে মুশফিক বিচলিত হননি তা স্পষ্ট আরেকবার৷ পবিত্র হজ পালন শেষে (২১ জুলাই) ব্যক্তিগত অনুশীলেনর এক ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেন, 'আসসালামু আলাইকুম, তখনই আনন্দ লাগে, যখন অধিকাংশ লোক ঘুমাচ্ছে এবং আপনি কঠোর পরিশ্রম করছেন।' 

এমন পোস্টের দুইদিন পর আরেকটি ছবি পোস্ট করেন মুশফিক৷ যেখানে কয়েকটি ইমোজি ব্যবহার করেছেন তিনি৷ তা দিয়ে মূলত জিম্বাবুয়ে সিরিজের বিশ্রামকেই বুঝিয়েছেন তাই মনে করছেন অনেকে৷ 

সোমবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকের ফেসবুক পোস্ট নিয়ে গণমাধ্যম জানতে চাইলে তিনি নাম উল্লেখ না করে বলেন, 'আমি যেমন পেশাদার, আমার চাকরির খবর তো বাসায় যায় না বা আমার বাসার খবর তো চাকরির জায়গায় এসে জানাই না যে আজকে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করে আসছি। এখানে বিষয়টা একই রকম। আমরা কীভাবে পেশাদার হতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেট একটা পরিবার, এখানকার কথাগুলো বাইরে যাওয়াটাও একটা ভুল বার্তা দেয়। সেটা যে-ই দিচ্ছে বা যারা-ই দিচ্ছে, এটা ভালো না, স্বাস্থ্যকর না। আমরা এসব নিয়েও কথা বলেছি। আমার মনে হয় যে এটা আমাদের সময় যে সংস্কৃতি গড়ে তোলা।'

তিনি আরও বলেন, 'আমি আজকে ছেলেদের একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে পেশাদারিত্ব তৈরি করতে। আমাদের পেশাদার হতে হবে। আমাদের ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে। বাদ পড়লে মন খারাপ হবে স্বাভাবিক। দলে ঢুকলে মন খুশি হয়। ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে। ক্রিকেট একটা মনস্তাত্ত্বিক খেলা, এখানে সবচেয়ে বেশি মানসিক চাপটা আসে। আমরা কেন ভালো খেলি না? মানসিক দৃঢ়তার কারণেই তো এমন হয়? আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারব না, ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারব না।'

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।