ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৫:৫৫

টাইটেল স্পন্সর ওয়ালটন৷ ফাইল ছবি টাইটেল স্পন্সর ওয়ালটন৷ ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি। আফ্রিকার দেশটিতে অতিথি হবে টাইগাররা, তবে সিরিজটার পুরো কার্যক্রম জুড়েই থাকবে বাংলাদেশ। সিরিজের স্পন্সরশিপ, সম্প্রচার স্বত্ব বাংলাদেশি কোম্পানির হাতে। এবং সেই স্বত্ব কিনেছেও বাংলাদেশি কোম্পানি।


জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন গ্রুপ। এ বিষয়ে হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি) এবং টোটাল স্পোর্টস মার্কেটিং-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে এই কোম্পানি। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি প্রতিষ্ঠান।


এই সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে বাংলাদেশের আরেক কোম্পানি ইস্পাহানি লিমিটেড।


এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সফর শুরু হবে টি-২০ সিরিজ দিয়ে। আগামী ৩০ ও ৩১ জুলাই প্রথম দুইটি টি-২০ ম্যাচ হবে। ২ আগস্ট হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তিনটি ওয়ানডে হবে ৫, ৭ ও ১০ আগস্ট। সবগুলো ম্যাচ হবে হারারেতে। টি-২০ গুলো বিকেল ৫টায়, ওয়ানডেগুলো দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।