ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজ

নতুন নেতাকে মুশফিকের অভিনন্দন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ২০:১৬

টি-টোয়েন্টি অধিনায়ক সোহান৷ ফাইল ছবি টি-টোয়েন্টি অধিনায়ক সোহান৷ ফাইল ছবি

নট আউট ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সফরে ধুকতে থাকা টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান৷ ২২ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এমনটিই৷ জাতীয় দলকে লিড করার সুযোগ পাওয়ায় সোহানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্রামে থাকা মুশফিকুর রহিম৷

নিজের ফেসবুক পেজে মুশফিক সোহানের সাথে ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায় সোহানকে অভিনন্দন। তারুণ্য নির্ভর এই দলটার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দলটা আসন্ন সিরিজে ভালো করবে ইনশাল্লাহ।’

দলীয় ব্যর্থতার সাথে নিজেও পারফর্মেন্স করতে ব্যর্থ হওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব হারানো নিয়ে যে গুঞ্জনে দেশের ক্রিকেটের বাতাস ভাড়ি হয়েছিল শেষ পর্যন্ত তাই বাস্তবে রূপ নিয়েছে৷

৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ০২ আগস্ট। তিনটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সোহানের। বাংলাদেশের জার্সি গায়ে তিনি ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ১২.৯০ গড়ে রান করেছেন ২৭১টি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।