ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সোহানের ব্যাটে ইনিংস হারটাই কেবল এড়াল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ১২:১৪

৬০ রানে অপরাজিত থাকেন সোহান। ছবি: গেটি ইমেজ ৬০ রানে অপরাজিত থাকেন সোহান। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ১৩ রানের টার্গেটে মাত্র ১৭ বলেই তা টপকে যায় স্বাগতিকরা। ফলে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলো ক্যারিবীয়রা।

১৭৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ, তৃতীয় দিনেই হারায় খেই। শুরুতেই কেমার রোচের শিকার হয়ে তামিম ইকবাল ফেরেন ব্যাক্তিগত ৪ রান করে। তামিমকে ফিরিয়ে রোচ পূর্ণ করেন ক্যারিয়ারের ২৫০তম উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত একপাশ আগলে রাখলেও অন্যপাশে ছিল আসা যাওয়ার মিছিল।

সেই মিছিলে সামিল হয়ে তৃতীয় দিনেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টিতে আগেভাগেই খেলা শেষ হলে বাংলাদেশ তুলতে পারে ১৩২ রান।

চর্তুথ দিনেও দিনের প্রথম অর্ধেকটাই ভেসে যায় বৃষ্টিতে। এরপর দফায় দফায় চেষ্টার পর তৃতীয় সেশনে গিয়ে শুরু হয় দিনের খেলা। আগের দিনের অপরাজিত থাকা সোহান ও মিরাজ নামেন ইনিংস হার এড়াতে। তবে চর্তুথ দিনের শুরুতেই ৪ রানে সাজঘরে ফিরেন মিরাজ। এতেই ইনিংসে হারের শঙ্কা যখন জেঁকে বসে বাংলাদেশের, এরপর সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লজ্জা এড়ায় বাংলাদেশ।

৫০ বলে ৬টি চার ও ১ ছক্কায় সোহানের ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮৬ রান তুলে ১২ রানের লিড পায় বাংলাদেশ। উইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট কেমার রোচ, আলজারি জোসেফ ও জ্যেডেন সিলস।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ৪ ও জন ক্যাম্পবেলের ৯ রানে ২.৫ ওভারেই ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।