ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনেই বিধ্বস্ত বাংলাদেশ, ইনিংস পরাজয়ের শঙ্কা

নট আউট স্টাফ
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২২:১৯

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: ক্যারিয়ারে প্রথমবার খালেদের পাঁচ উইকেট পাওয়ার দিনে আরেকবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ৷ ফলে শঙ্কা জেগেছে ইনিংস পরাজয়ের৷ ৬ উইকেট হারিয়ে ১৩২ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা৷ চতুর্থদিনে ৪২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করবে বাংলাদেশ৷ সোহান ১৬ রান ও মিরাজ শূণ্য রানে অপরাজিত রয়েছে৷ ম্যাচ জয় কিংবা ড্র হওয়ার স্বপ্ন দেখা এক প্রকার অন্যায় হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের ভুলে৷ ইনিংস হারের লজ্জা থেকে উদ্ধারের শেষ আশা সোহান-মিরাজকে ঘিরে৷

সেন্ট লুসিয়ায় তৃতীয় দিন ছিল রোদ-বৃষ্টির রোমাঞ্চ৷ যে রোমাঞ্চ মাঠের বাইরে থেকে দুই দল উপভোগ করলেও মাঠে উপভোগ করেছে খালেদ ও উইন্ডিজ দল৷ গুড লেংথ ডেলিভারিতে জেডেন সিলস ক্যাচ আউট হলে পূরণ হয় খালেদের পাঁচ উইকেট৷ খালেদের আনন্দের দিনে তাকে বুকে জড়িয়ে ধরেন অধিনায়ক সাকিব আল হাসান৷ বল উঁচিয়ে যখন খালেদ মাঠ ছাড়েন তখন সবার মুখেই আনন্দ৷ তবে সে আনন্দ স্থায়ী হতে দেয়নি কেমার রোচ৷

দ্বিতীয় ইনিংসের শুরুতে রোচের করা বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয় দেশ সেরা ওপেনার তামিম ইকবাল৷ তাতে করে এই বোলারের ২৫০ টেস্ট উইকেট পূর্ণ হয়৷ তামিমের বিদায়ের পর মাহমুদুল হাসান জয় টিকতে পারেনি বেশি সময়৷ আউট হওয়ার আগে করেন মাত্র ১৩ রান৷

সাদা বলের প্রস্ততি নিতে থাকা বিজয় সুযোগ পেয়েছেন টেস্টে৷ প্রথম ইনিংসে ২৩ রান করলেও এদিন আউট হয়েছেন মাত্র ৪ রানে৷

বিজয়ের আউটের পর আরেকবার নেমে আসে বৃষ্টি৷ সে বৃষ্টি যদি সারাদিন থাকতো তাহলে হয়তো ভালো হতো বাংলাদেশের জন্য৷ তবে তা হয়নি৷ বৃষ্টি শেষে নাজমুল শান্ত ও লিটন দাস বিপর্যস্ত ইনিংস জোড়া লাগানোর চেষ্ঠা করলেও শেষ অবধি তা হয়নি৷ সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ১৯ রান করে মাঠ ছাড়েন দলের ডেপুটি৷

ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারা শান্ত এদিন অধিনায়ক সাকিবকে নিয়ে চেষ্ঠা করেছিলেন এগিয়ে যেতে৷ জুটিতে যোগ করেছিলেন ৪৭ রান৷ বড় ভাই তামিমের মত একই ভুল করে ৪২ রান করে আউট হয় শান্ত৷ অতপর সাকিবের বিদায় মাত্র ১৬ রানে৷

বল হাতে স্বাগতিকদের চাপে ফেলানো সম্ভব কিংবা খালেদ পাঁচ উইকেট পেলেও ব্যাটারদের মত বোলাররাও করতে পারেনি ধারাবাহিক জুটি৷ কাইল মায়ার্সের ১৪৬ রানের ব্যক্তিগত ইনিংসে বাংলাদেশ পিছিয়ে পড়ে ১৭৪ রানে৷ চতুর্থ দিনে সোহান-মিরাজ দলকে কতটা সময় টিকিয়ে রাখবে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে সেটি জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় রাত ৮ টা পর্যন্ত৷

অ্যান্টিগায় ম্যাচ পরাজয় ছিল ৯৯ তম৷ সেন্ট লুসিয়ায় পরাজয়ে হোয়াইটওয়াশের সাথে পূরণ হবে ১০০তম টেস্ট পরাজয়৷

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

বাংলাদেশ (প্রথম ইনিংস) - ২৩৪/৯ (৬৪.২ ওভার) (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, বিজয় ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, শরিফুল ২৬, এবাদত ২১*, ফিলিপ ২/৩০, জোসেফ ৩/৫০, সিলস ৩/৫৩)

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) - ৪০৮/১০ (১২৬.৩ ওভার) (ক্যাম্পবেল ৪৫, ব্র্যাথওয়েট ৫১, রেইফার ২২, মেয়ার্স ১৪৬, ব্ল্যাকউড ৪০, জশুয়া ২৯, খালেদ ৫/১০৬, মিরাজ ৩/৯১, শরিফুল ২/৭৬)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৩২/৬ (৩৬ ওভার) (তামিম ৪, জয় ১৩, লিটন ১৯, শান্ত ৪২, সাকিব ১৬, সোহান ১৬*, মিরাজ ০*, রোচ ৩/৩২, জোসেফ ২/৩১)

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।