ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০২:৫৯

পাকিস্তান ও বাংলাদেশ৷ ছবি সংগৃহীত পাকিস্তান ও বাংলাদেশ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা আগে থেকেই ছিল বাংলাদেশের৷ নিউজিল্যান্ড চূড়ান্ত হলেও তৃতীয় দল পাকিস্তান হবে এটি নিয়ে ছিল শঙ্কা৷ তবে সব শঙ্কা কেটে গেছে৷ এরই মধ্যে সিরিজটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

এ প্রসঙ্গে রমিজ বলেছেন, আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।'

রমিজ বাংলাদেশের নাম না নিলেও পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য নিউজ' জানিয়েছে এই সিরিজের তৃতীয় দল বাংলাদেশই।

এদিকে গত মাসেই এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও সে সময় তৃতীয় দল হিসেবে পাকিস্তানের যোগ দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।

বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, 'যেটা আমরা করছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাআল্লাহ৷ নিউজিল্যান্ডে।

ক্যাম্পের(অ্যাডিলেডে) পর আমাদের হয়তো সাত আটদিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। সম্ভবত ক্রাইস্টচার্চে একটা ত্রিদেশী সিরিজ হবে।' সিরিজের তৃতীয় দল নিয়ে জালাল ইউনুস বলেছিলেন, 'এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান (তৃতীয় দল)।'

 


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।