ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে সাদা পোষাকে স্বস্তি নেই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০১:০৫

জুনে উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ৷ ছবি সংগৃহীত জুনে উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসে উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল৷ এবারের সফরে থাকছে পূর্ণাঙ্গ সিরিজ৷ ২ টেস্টের পাশাপাশি ৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি খেলবে দুই দল৷ সফরকে সামনে রেখে সাদা পোষাকে উন্ডিজের বিপক্ষে চোখ বুলানো যাক টাইগারদের পরিসংখ্যান৷

বাংলাদেশ- উইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ২০০২ সালের ডিসেম্বরে৷ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজে বাংলাদেশর পরাজয় ব্যবধান ছিল ২-০৷ মাঝের এই দীর্ঘ সময়ে দুই দলের ৯ সিরিজে উইন্ডিজ এগিয়ে ৭-২ ব্যবধানে৷ অর্থ্যাৎ উইন্ডিজ জিতেছে ৭ সিরিজ অপরদিকে বাংলাদেশ সাফল্য ২ সিরিজ৷

প্রথম সিরিজ থেকে সর্বশেষ সিরিজ পর্যন্ত কেটে গেছে প্রায় দুই দশক৷ ৯ সিরিজের ১৮ ম্যাচের পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের চেয়ে সফলতার পাল্লা সমৃদ্ধ উইন্ডিজের৷ দুই দলের খেলা ১৮ ম্যাচে বাংলাদোশর জয় মোটে ৪ টি৷ এসময় ড্র হয়েছে ২ ম্যাচ৷ অপরদিকে উইন্ডিজ বিজয়ের উৎযাপন করেছেন ১২ ম্যাচে৷ তবে স্বস্তির খবর বাংলাদেশের চার জয়ের শেষ দুইটি এসেছে সর্বশেষ চার ম্যাচে৷ স্বস্তির সাথে কষ্টও আছে কিছুটা৷ সর্বশেষ সিরিজে ঘরের মাঠে খুব কাছে গিয়েও হয়নি জয়ের স্বাদ নেওয়া৷

ইনিংস ব্যবধান কিংবা ১০ উইকেটে জয়ের পরিসংখ্যানেও এগিয়ে উইন্ডিজ৷ বাংলাদেশ তাদের ১০ উইকেটে হারাতে না পারলেও একবার হারিয়েছে ইনিংস ব্যবধানে৷ সেটি অবশ্য চার বছর আগের ঘটনা৷ ২০১৮ সালে মিরপুরে এমন ইতিহাস রচনা করেছিল সাকিব-মুশফিকরা৷ অপরদিকে উইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটে দুইবার ও ইনিংস ব্যবধানে জিতেছে ৩ বার৷

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ ৬৪৮৷ অপরদিকে বাংলাদেশ করেছিল এক বার ৫৫৬৷ উইন্ডিজকে ১১১ রানে অলআউট করে লজ্জা দিলেও বাংলাদেশর লজ্জা আরও গভীর৷ দলটির বিপক্ষে সর্বনিম্ন রান মাত্র ৪৩৷

ম্যাচ কিংবা সিরিজ জয়ের ব্যবধানে বাংলাদেশের পরিসংখ্যান মলিন হলেও রান ও উইকেটে সমান তালে মধুর লড়াই রয়েছে দুই দলের খেলোয়াড়দের৷ বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে টাইগাররা৷

বাংলাদেশ ও উইন্ডিজ দলের মধ্যকার লড়াইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শিবনারাইন চন্দ্রপলের৷ ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ ম্যাচের ১৪ ইনিংসে এই ব্যাটারের ঝুলিতে রয়েছে ৮৯৭ রান৷ তালিকার দ্বিতীয় অবস্থানে অবশ্য রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল৷ ১২ ম্যাচের ২৪ ইনিংসে তামিমের সংগ্রহ ৮৫৩ রান৷ আসন্ন সিরিজে ৪৫ রান করতে পারলেই কিংবদন্তি চন্দ্রপলকে পেছনে ফেলবেন এই বাম হাতি ব্যাটার৷

দুই দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ শতক হাকিয়েছেন চন্দ্রপল৷ ৪ সেঞ্চুরিতে রয়েছেন সবার উপরে৷ বাংলাদেশিদের মধ্যে ২ শতক নিয়ে প্রথমে রয়েছেন টেস্ট অধিনায়ক মুমিমুন হক৷

এক ইনিংসে ব্যক্তিগত রানের বিচারে অবশ্য অনেকটাই পিছিয়ে টাইগার ব্যাটাররা৷ ২৬১ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথমে রয়েছেন রর সর্বন৷ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ৷ তিনি করেছিলেন ১৩৬ রান৷

ব্যাটারদের যেমন রান করাতে শান্তি, বোলারদের বেলায় উইকেট পাওয়া প্রশান্তির৷ দুই দলের বোলারদের মধ্যে উইকেটে বিচারে এগিয়ে টাইগার বোলার, স্পষ্ট করে বললে যার অর্থ দাঁড়াবে স্পিনাররা৷

এই দুই দলের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট মেহেদি হাসান মিরাজের৷ অফ স্পিনিং অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৭ উইকেট৷ ৬ উইকেট নিয়ে দ্বিতীয় উইন্ডিজের জিসি লাউসন৷

এক ম্যাচের বিচারেও এগিয়ে টাইগার বোলাররা৷ ১২ উইকেট নিয়ে সবার উপরে মিরাজ, অপরদিকে ১১ উইকেট নিয়েছিলেন জেসন হোল্ডার৷

ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া যেমন সম্মানের, তেমনি প্রাপ্তির৷ টেস্ট সংস্করণে পাঁচ উইকেট আরও আনন্দের৷ এখন পর্যন্ত দুই দলের বোলাররা মিলে ৩১ উইকেট পেয়েছেন ৩১ বার৷ যেখানে বাংলাদেশী বোলররা নিয়েছেন ১২ বার, উইন্ডিজের বেলায় বিয়োজনের হিসেবে সংখ্যাটি ১৯৷

দুই দলের টেস্ট মোকাবেলায় সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের৷ ১১ ম্যাচে এই বিশ্বসেরা অলরাউন্ডার নিয়েছেন ৪৬ উইকেট৷ উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৪ উইকেট নিয়েছেন কেমার রোচ৷

এক ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শুধুমাত্র দুজনের৷ বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও উইন্ডিজের জেসন হোল্ডারের৷ এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার বেলাতে এ দুজনের খুব বেশি পার্থক্য নেই৷ হোল্ডারের ১৬ উইকেটের বিপরীতে মিরাজের সংগ্রহ ১৫ উইকেট৷

সর্বশেষ দুই টেস্ট সিরিজে বাংলাদেশর ব্যর্থতা সর্বোচ্চ পর্যায়ের হলেও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘসময় বিস্তার করার অভিজ্ঞতায় ঘুরে দাঁড়ানোর যথেষ্ঠ সক্ষমতা রাখে টিম টাইগার৷ পরের মাটিতে আরেকবার ভালো করবে এমন আশা করলে মোটেও ভুল হবে না৷ প্রশংসা হোক নিয়ন্ত্রিত, সমালোচনা হোক গঠনমূলক৷ তবেই সুন্দর পরিসংখ্যান আসবে খুব দ্রুত৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।