ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাকিবের ভেলকিতে সেঞ্চুরি বঞ্চিত করুনারত্নে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২২ ২২:২৭

করুনারত্নকে বোল্ড করেন সাকিব৷ ছবি সংগৃহীত করুনারত্নকে বোল্ড করেন সাকিব৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলারদের বিপক্ষে দারুণ ছন্দেই ব্যাট করছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে৷ মিরপুরের পিচে এবাদত-সাকিবদের বিপক্ষে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছিলেন শতকের পথে৷ তবে ব্যক্তিগত রান যখন ৮০ তখন সাকিবের ঘূর্ণি বল বুঝতে না পেরে বোল্ড হন এই ব্যাটার৷

দিনের শুরু থেকেই আঁটসাঁট বোলিং করছিলেন সাকিব আল হাসান। তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই স্পিনার। শেষ পর্যন্ত উইকেট নেয়ার সঙ্গে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব।

দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি পথে হাঁটতে থাকা করুনারত্নে শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে না পারা বাংলাদেশ দলের জন্য নিশ্চই স্বস্তির৷ বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে বোল্ড হয়েছেন করুনারত্নে। মূলত ব্যাট ও প্যাডের মাঝে বেশ খানিকটা ফাঁকা থাকায় সেখান দিয়ে বল স্টাম্পে আঘাত করে।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।