ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা লঙ্কানদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২২ ০৪:০৪

৭০ রানে অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে। ছবি: বিসিবি ৭০ রানে অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন, ব্যাটে বলে নিজেদের করে নিলো সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে '২২২' রানে পিছিয়ে দিন শেষ করেছে তাঁরা। এর আগে আগের দিনের ২৭৭ রানের সঙ্গ, এদিন মাত্র ৮৮ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে লিটন ফিরেন ১৪১ রানে, ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। জবাবে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।

এদিন শুরুতেই আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসকে ফেরান লঙ্কান পেসার কাসুন রাজিথা। ক্যারিয়ার সেরা ইনিংসে ১৪১ রান করে ফিরেন লিটন। এরপর একই ওভারে মোসাদ্দেককে ফিরিয়ে, প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেটের স্বাদ নেন রাজিথা। দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। দু'জন মিলে গড়েন ৪৯ রানের জোট। মাঝে ক্যারিয়ারে পঞ্চম বারের মতো দেড়শ ছড়ায় মুশফিকের উইলো।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ফের জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নেন্দোর শিকার হয়ে ফিরেন তাইজুল ইসলামা (১৪) ও খালেদ আহমেদ (০)। ৯ উইকেট হারিয়ে ৩৬১ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি টাইগারদের ইনিংস। এবাদত রান আউটে কাটা পড়লে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। 

২১ চারে ৩৫৫ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার পক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাসুন রাজিথা নেন পাঁচটি উইকেট। আসিথা ফার্নেন্দোর শিকার চারটি উইকেট। 

৩৬৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই ওশাদা ফার্নেন্দোর উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া দিলেও, রিভিউ নিয়ে এই যাত্রায় বেঁচে যান ফার্নেন্দো। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কানদের। ওয়ানডে মেজাজে খেলে দ্রুতই রান তুলতে থাকেন দুই লঙ্কান ওপেনার ওশাদা ফার্নেন্দো ও দিমুথ করুনারত্নে। উদ্বোধনী জুটিতেই দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। 

টাইগার কাপ্তান মুমিনুল হক পাঁচ বোলার ব্যবহার করলেও, কেউই পারেননি লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙতে। চা বিরতিতে যাওয়ার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার ওশাদা ফার্নেন্দো। শেষ পর্যন্ত বিনা উইকেটে ৮৫ রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা। বিরতি থেকে ফিরে লঙ্কান শিবিরে প্রথম আঘাতটা হানেন পেসার এবাদত হোসেন। 

হাফ সেঞ্চুরিয়ান ওশাদা ফার্নেন্দোকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন এই পেসার। দলীয় ৯৫ রানের মাথায় ব্যাক্তিগত ৫৭ রান করেন ফিরেন ওশাদা। এরপর মন্থর হতে থাকে লঙ্কানদের রানের চাকা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে সাকিব-তাইজুলদের বেশ ভালোই সামলেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। দারুণ ছন্দে থাকা এই ওপেনার এদিন পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। 

পড়ন্ত বিকেলে অবশ্য লঙ্কানদের ডেরায় আঘাত হানেন সাকিব। তাতেই দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সাজঘরে ফিরেন কুশল মেন্ডিস। ১১ রান করা এই ব্যাটার সাকিবের লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন দিমুথ করুনারত্নে। দ্বিতীয় দিন শেষ লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৩ রান৷ পিছিয়ে ২২২ রানে। ৭ চারে ৭০ রানে অপরাজিত আছেন করুনারত্নে। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।