ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তাসকিন-মিরাজকে মিস করবেন মুমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৩:৫৪

তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দলে নেই তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দুজনই টেস্ট দলের নিয়মিত সদস্য এবং ধারাবাহিক পারফরমার।


কাঁধের ইনজুরিতে ভোগা তাসকিন এখন চিকিৎসার লন্ডনে রয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েন মিরাজ। বর্তমানে বিশ্রামে আছেন এ স্পিনিং অলরাউন্ডার।


দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদেরকে মিস করবেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। সাগরিকায় শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তিনি।


তাসকিন-মিরাজের অনুপস্থিতি প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘নিউজিল্যান্ডে জয়ে তাদের অনেক অবদান ছিল। তাদের দুজনকে মিস করব। একজন ভালো ব্যাটিংও করে, অলরাউন্ডার। তবে তাদের জায়গায় যারা খেলবে তাদের জন্য ভালো সুযোগ। ওরা এমন পারফর্ম করছিল যে অন্য কাউকে সুযোগ দিচ্ছিল না। ওদের জায়গায় যারা খেলবে তারা ঐ বার্তা দিতে চাইবে যে আমরাও ভালো অবস্থানে আছি।’

অবশ্য তাসকিন-মিরাজের জায়গায় সুযোগ পাওয়া তরুণদের প্রতিও আস্থা রাখছেন মুমিনুল। সবাইকে সমর্থন করছেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘তাদের ওপর বিশ্বাস আছে। অনেক সময় সাকিব ভাইও ছিল না, যে ছিল তার জায়গায় বিশ্বাস ছিল। এই বিশ্বাস আমি সবসময় দেখাবো। বিশ্বাস না থাকলেও অধিনায়ক হিসেবে সেটা দেখাতে পারব না। যারা আছে, তাদের প্রতি সাপোর্ট আছে।’

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।