ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

মুশফিকের ফর্ম নিয়ে চিন্তিত নন মুমিনুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০৮:১৭

টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন মুশফিক। ফাইল ছবি টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন মুশফিক। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সময়টা একবারেই পক্ষে কথা বলছেনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার মুশফিকুর রহিমের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে মুশফিক যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মুশফিক ছিলেন নিজের ছায়া হয়ে।

ডারবানে ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। যেখানে ব্যাট হাতে মুশফিক পূরণ করেছেন ব্যর্থতার ষোলকলাই। প্রথম ইনিংসে ৭ রানে ফেরার পর, দ্বিতীয় ইনিংসে দলের কঠিন সময়ে ফিরেন শূন্য রান করে। শুধু ডারবান টেস্টই নয়, বিগত ৫ বছর ধরেই মুশফিক ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা। জিম্বাবুয়ে বাদে টেস্টে সবশেষ সেঞ্চুরিটাও এসেছে ২০১৭ সালে ভারতের মাটিতে।

দলের সেরা ব্যাটারের পড়তি ফর্ম অবশ্য ভাবাচ্ছেন না অধিনায়ক মুমিনুল হককে। পুরনো কাসুন্দি সামনে টেনে এনে দাঁড়িয়েছেন মুশফিকের পাশে। অধিনায়কের বিশ্বাস পোর্ট এলিজাবেথ টেস্টেই চেনা ছন্দে ফিরবেন দলের সেরা ব্যাটার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোনো চিন্তাই করছি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটার। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত কামব্যাক করবে।’

শুধু মুশফিকই যে ডারবান টেস্টে ব্যর্থ ছিলেন এমনটা নয়, অধিনায়ক মুমিনুলও ডারবানে ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। প্রথম টেস্টে অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। তবে মুশফিকের মতো নিজের ফর্ম নিয়েও খুব একটা চিন্তা করছেন না মুমিনুল। অতীত না ভেবে ভাবতে চান সামনের ম্যাচ নিয়ে।

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।