ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

টাইগার পেসারদের নিয়ে গর্বিত ডোনাল্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০১:০৮

শরিফুলকে রিস্ট পজিশন দেখচ্ছেন ডোনাল্ড। ফাইল ছবি শরিফুলকে রিস্ট পজিশন দেখচ্ছেন ডোনাল্ড। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে অনবদ্য পারফরম্যান্স করছে বাংলাদেশের পেসাররা। পেসারদের আক্রমণে চলমান আফ্রিকা সিরিজে রঙ্গিন পোষাকে এসছে সাফল্য। ডারবান টেস্টেও খুব একটা খারাপ করেননি দলটির বোলাররা। তাসকিনদের এমন পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। খুশি না হওয়ার কোন উপায় রাখেননি তারা। 

আগামীকাল থেকে বায়ুপুর্ণ শহরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও পেসাররা সাফল্য পাবেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডোনাল্ড।ও

পেসারদের নিয়ে এই কোচ বলেন, 'প্রথম টেস্টে আমরা একটা দল হিসেবে বোলিং করেছি। রানরেট দ্রুতই কমিয়ে আনতে পেরেছি। দ্বিতীয় ইনিংসে তাদের ২৭৩ রানে বেধে ফেলতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছি। আমি পেসারদের নিয়ে বেশ গর্বিত। পুরো দিন বোলিং করে চাপ ধরে রেখেছে তারা। আমার মনে হয়, সেন্ট জর্জেস পার্কেও সাফল্যের মূলমন্ত্র একই থাকবে।'

ডোনাল্ড আরও বলেন, প্রথম টেস্টে যেভাবে বোলিং করেছে, তাতে বাংলাদেশ পেসাররা নিজেদের নিয়ে গর্ব করতেই পারে। তাদের দ্রুতই কাজ শুরু করে দিতে হয়েছিল। আমরা জুটি গড়ে বোলিংয়ের কথা বলেছি। বল পুরোনো হয়ে যাওয়ার পর খালেদ দারুণ করেছে, এবাদতও ভালো করেছে। পেসারদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ব্যাটসম্যান, বোলার সবার জন্যই সুযোগ থাকবে জানিয়ে ডোনাল্ড বলেন, 'দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টার মধ্যে স্কোরবোর্ডের ওপর দিয়ে বাতাসটা আসা শুরু করে। বিকেলের দিকে তো ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার পর্যন্ত গতি থাকে। স্কোরবোর্ডের দিক থেকে এমনভাবে বাতাস আসে, মনে হয় একটা সুরঙ্গমুখ এটি, কাঁপতে থাকে। বোলার হিসেবে মনে হবে, বাতাস আপনার পক্ষে। একটু পরই মনে হবে, এর বিপরীতে বোলিং করতে হচ্ছে।'

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।