ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওমানে হবে এশিয়া কাপ বাছাইপর্ব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০০:৫৩

এশিয়া কাপ বাছাই পর্ব৷ ছবি সংগৃহীত এশিয়া কাপ বাছাই পর্ব৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: এশিয়া কাপের এবারের আসরে মূল পর্বে খেলা ৬ দলের মধ্যে ৫ দল চূড়ান্ত৷ বাছাই পর্ব থেকে যোগ হওয়া এক দল নিয়ে আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ১৫তম আসর৷

চার দল নিয়ে ২০ আগস্ট থেকে ওমানে শুরু হবে বাছাইপর্ব৷ অংশ নেওয়া দলগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং এবং সিঙ্গাপুর।

এশিয়া কাপের বাছাইপর্ব আয়োজনের সুযোগ পেয়ে ওমান ক্রিকেটের সভাপতি এবং এসিসির সহসভাপতি পঙ্কজ খিমজি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব আয়োজনের সুযোগ পেয়ে আমরা খুব কৃতজ্ঞ। বাছাইপর্ব খেলতে আসা সব দলকে সর্বোচ্চ আতিথেয়তা এবং সুযোগ-সুবিধা দেওয়ার বিষয় আমরা নিশ্চিত করতে চাই। এ ছাড়াও আমাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেটকে ধন্যবাদ জানাই।’

এবারের এশিয়া কাপে মূল পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান এবং আয়োজক শ্রীলঙ্কা।

এশিয়া কাপ বাছাইপর্বের সূচি:

 

২০ আগস্ট, সিঙ্গাপুর-হংকং, রাত ৮টা

২১ আগস্ট, ইউএই-কুয়েত, রাত ৮টা

২২ আগস্ট, ইউএই-সিঙ্গাপুর, রাত ৮টা

২৩ আগস্ট, কুয়েত-হংকং, রাত ৮টা

২৪ আগস্ট, সিঙ্গাপুর-কুয়েত, সন্ধ্যা ৬টা

২৪ আগস্ট, হংকং-ইউএই, রাত ১০টা

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...