ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজের জায়গা পাকা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ ১৬:০০

উড়ছেন মুস্তাফিজ। ছবি: আইপিএল উড়ছেন মুস্তাফিজ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ স্বপ্নের মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসার ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মুস্তাফিজের এমন দাপুটে পারফরম্যান্স এর সুফল পাচ্ছে তার দলটি। আসরে দুই ম্যাচ খেলা চেন্নাই, দুই জয়ে অবস্থান করছে টেবিলের চূড়ায়। 

চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে মুস্তাফিজ কিছুটা হলেও সুবিধা আদায় করে নিতে পারবেন সেটা ছিল অনেকটা অনুমেয়ই। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সেই সুবিধাটাই পেয়েছিলেন তিনি। তাতেও ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। যদিও দ্বিতীয় ম্যাচে উইকেট থেকে খুব একটা সুবিধা না পেলেও, মুস্তাফিজ ধরে রাখেন ফর্ম। 

গতকাল মঙ্গলবার গুজরাট টাইটানসের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষ দুই ওভারে ২ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। চেন্নাইয়ের একাদশে সুযোগ পেতে ভালো পারফরম্যান্স এর পাশাপাশি মুস্তাফিজকে লড়তে হচ্ছে লঙ্কান পেসার মাথিসা পাথিরানার সাথে। যদিও গুজরাটের বিপক্ষে দুইজনই ছিলে চেন্নাইয়ের একাদশে। দু'জনই করেছেন দারুণ পারফর্মেন্স। এই ম্যাচে অবশ্য ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন পাথিরানা।

এদিকে আইপিএলের প্রথম দুই ম্যাচেই প্রতিভার ঝলক দেখিয়েছেন মুস্তাফিজ। তাতেই নজর কেড়েছেন ক্রিকেট বিশ্লেষকদের। সামনের ম্যাচগুলোতেও তাই মুস্তাফিজকে চেন্নাইয়ের একাদশে নিয়মিত দেখতে চান সাবেক তারকা ক্রিকেটাররা। তার জন্য পাথিরানাকে মুস্তাফিজের  প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, সাবেক ক্রিকেটাররা দু'জনকে খেলানোর পরামর্শই দিয়েছেন। তাদের মতে, মুস্তাফিজ-পাথিরানা এক সঙ্গে খেললে সুফল পাবে চেন্নাই।

এই প্রসঙ্গে সাবেক কিউই তারকা মিচেল ম্যাক্লানেগান বলেন, ‘এই মুহূর্তে আমি থিকশানার (স্পিনার মাহিশ থিকসানা) সুযোগ দেখছি না। মুস্তাফিজ শেষের দিকে স্লোয়ারে ভালো বল করেন, যেটা দারুণ। কিন্তু উইকেট থেকে খুব একটা সাহায্য পাননি। গত ম্যাচে উইকেট থেকে সাহায্য পেলেও এই ম্যাচে তা হয়নি। এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। পাথিরানাও ভালো বল করছে।'

সাবেক ভারতীয় তারকা ইরফান পাঠান বলেন, ‘মুস্তাফিজ ও পাথিরানা দুজনকেই খেলাতে হবে চেন্নাইয়ের। কেউ তাদের একজন না খেলেন, তাহলে ডেথ ওভারের জন্য একজন ভালো বোলারকে হারাতে হবে। তুষার দেশপান্ডের ইকোনমি ১০ এর বেশি। তাই মুস্তাফিজ বা পাথিরানার মধ্যে যেকোনো একজনকে খেলানো হলে কঠিন ম্যাচগুলোতে সমস্যা হতে পারে।’

এদিকে মুস্তাফিজ-পাথিরানাকে একসাথে একাদশে রাখতে কপাল পুড়তে পারে কিউই তারকা ড্যারিল মিচেলের। এমনটাই মত, বিশ্বকাপ জয়ী অজি তারকা ও কোচ টম মুডি। তিনি বলেন, ‘যদি মুস্তাফিজ ও পাথিরানাকে একাদশে রাখা হয়, আবার থিকসানাও থাকেন তাহলে ড্যারিল মিচেলের টিকে থাকা কঠিন হয়ে যাবে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...