ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান স্টয়নিস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪ ২০:০৩

মার্কাস স্টয়নিস। ছবি: আইপিএল মার্কাস স্টয়নিস। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে খুব একটা রান পাচ্ছিলেন না লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা অজি তারকা মার্কাস স্টয়নিস। আগের সাত ম্যাচে এই অজি তারকার ব্যাট থেকে এসেছিল কেবল এক ফিফটি। এরপরেও লক্ষ্ণৌ আস্থা রেখেছিল স্টয়নিসের উপর। আস্থার প্রতিদান অবশ্য মঙ্গলবার রাতে অতিমানবীয় এক ইনিংস খেলেই দিয়েছেন তিনি।

চিপাকে লক্ষ্ণৌকে ২১১ রানের পাহাড় ছুঁড়ে দিয়েছিল চেন্নাই। স্টয়নিস ৬৩ বলে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। একা হাতে ম্যাচ জেতানো স্টয়নিসকে নিয়ে এরপরই ফের শুরু হয়েছে আলোচনা। কেননা, গত মাসেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন স্টয়নিস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হবেন কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়। 

চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলে যে স্টয়নিসের জায়গা বন্ধ হয়ে যায়নি। আইপিএলে দারুণ সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনি বলেছেন, ‘কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি যে চুক্তিতে থাকব না, সেটি অনেক আগেই জানতাম। তরুণরা আসছে এবং সুযোগ পাচ্ছে এটা দারুণ ব্যাপার। আমার জায়গাটা তারা নিতে পারলে আমি খুশি।’ 

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। চুক্তি থেকে বার পড়লেও স্টয়নিস খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিনি আরও বলেন, ‘খেলার দিক থেকে ভাবলে, আমি খেলতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এবং অবদান রাখতে চাই।’ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...