ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিলেটের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৯

ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। ছবি: বিসিবি ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট ও রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে বিপিএলের সিলেট পর্ব। টানা পাঁচ হারে বিপিএল শুরু করা সিলেট ঘরের মাটিতেই পেয়েছে নিজেদের প্রথম জয়। শুক্রবার দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে তারা৷ অন্যদিকে রংপুর রাইডার্সও আগের পাঁচ ম্যাচের মধ্যে পেয়েছে তিনটিতে জয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট। দু'দলের একাদশেই এদিন এসেছে একটি করে পরিবর্তন। সিলেটের একাদশে ফিরেছেন হ্যারি ট্রেক্টর, বাদ পড়েছেন বেনি হাওয়েল। অন্য দিকে রংপুরে হাসান মুরাদের বদলে একাদশে ফিরেছেন আবু হায়দার রনি। 

সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি ট্রেক্টর, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।

রংপুর রাইডার্স: বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।

 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...