ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিপিএল মাতাতে বাবর-রিজওয়ানরা এখন ঢাকায়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১১:২১

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ফাইল ছবি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে অংশ নিতে সোমবার রাতে ঢাকায় পা রেখেছেন দুই পাক তারকা মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন বাবর, অন্য দিকে রিজওয়ানের ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

এবারের বিপিএল খেলতে খানিকটা বেগ পেতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েই রীতিমতো শর্ত জুড়ে দিয়েছেন সাবেক পাক তারকা মোহাম্মদ হাফিজ। নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়া বিদেশি দুটি লিগে খেলতে পারবেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাতেই বিপাকে পড়েছেন একগাদা ক্রিকেটার।

যার কারণে বিপিএল শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর জার্সিতে খেলতে বাংলাদেশে আসলেও দেশে ফিরে যেতে হচ্ছে ওপেনার মোহাম্মদ হারিসকে। এছাড়া একাধিক তারকা ক্রিকেটারই পাননি এনওসি। বাকিরা না পেলেও মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম পেয়েছেন এনওসি। তাতেই, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ শেষ করে সোজা বাংলাদেশের বিমান ধরেছেন এই দু'জন। 

উল্লেখ্য, বিপিএলে এর আগেও খেলেছেন রিজওয়ান আর বাবর। রিজওয়ান অবশ্য বিপিএলের নিয়মিত মুখ হলেও বাবর ফিরেছেন দীর্ঘদিন পর। বছর সাতেক আগে ২০১৭ সালে তৎকালীন সিলেট সিক্সার্সের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন বাবর। অন্য দিকে গেল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জার্সিতেই বিপিএলে দেখা যাবে তাকে।

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...