ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-মৃত্যুঞ্জয়রা ‘নিষ্প্রভ’, ফের হারল বাংলা টাইগার্স

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ ২১:১১

টি-টেন লিগে অভিষেক হলো মৃত্যুঞ্জয় চৌধুরীর। ছবি: বাংলা টাইগার্স টি-টেন লিগে অভিষেক হলো মৃত্যুঞ্জয় চৌধুরীর। ছবি: বাংলা টাইগার্স

নট আউট ডেস্কঃ জয় দিয়ে টি-টেন লিগের এবারের আসর শুরু করলেও, টানা দুই হার পেয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। গতরাতে চেন্নাই ব্রেভসের কাছে সাকিবরা হেরেছে ৩৩ রানের বড় ব্যবধানে। 

এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পারে চেন্নাই ব্রেভস। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা টাইগার্স। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই ৯৩ রানে গুটিয়ে যায় সাকিবরা।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাই বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা টাইগার্স। দলীয় পঞ্চাশ পার করার আগেই হারায় ৪ উইকেট। কার্যত সেখানেই ছিটকে যায় বাংলা টাইগার্স। বাকিদের ব্যর্থতার দিনে পাক তারকা ইফতেখার আহমেদ একাই করেছেন লড়াই। তবে সেটা দলকে ম্যাচে ফেরাতে ছিল না যথেষ্ট। 

শেষ দিকে সাকিবরা দ্রুত রান তুলতে না পারায় খেসারত দিতে হয় বাংলা টাইগার্সকে। শেষ পর্যন্ত ৯৩ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ করেন ইফতেখার আহমেদ। এছাড়া ১৪ বলে ১৫ রান করেন সাকিব। চেন্নাইয়ের পক্ষে একাই ৪টি উইকেট নেন কার্লোস ব্রাথওয়েট। ওলি স্টোন নেন ২টি।

এর আগে ব্যাট করে ১২৬ রান তুলতে পারে চেন্নাই ব্রেভস। ১৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন কার্লোস ব্রাথওয়েট৷ এছাড়া মালানের ব্যাট থেকে আসে ২৭ রান। বাংলা টাইগার্সের পক্ষে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন সাকিব। এছাড়া আরেক টাইগার তারকা মৃত্যুঞ্জয় চৌধুরী ৩১ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...