ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে পাকিস্তান বিপদজনক দল: সাউদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০২:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ গেল আসরে দাপটের সাথে সেমিফাইনালে জায়গা নিলেও ফাইনাল খেলা হয়নি পাকিস্তানের। চলতি আসরে এক প্রকার ধুঁকতে ধুঁকতে জায়গা হয়েছে শেষ চারে। ফাইনালে যাওয়ার মিশনের পাকদের হালকা ভাবে নিবে না নিউজিল্যান্ড। 

 

কিউই পেসার টিম সাউদি বলেন, ‘সেরা চারে ওঠা প্রত্যেক দলের সুযোগ আছে। সম্প্রতি আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। আমাদের জানা আছে তারা বিপদজনক দল। তাদের কৃতিত্ব দিতে হয়। সম্ভবত তারা হয়তো মনেই করেনি তাদের সুযোগ খুব বেশি নেই কিন্তু তারা আরেকবার ভালো খেললো। সেমিফাইনালে তারা বড় হুমকি হবে।’

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের ভালো খেলা নিয়ে আশাবাদী সাউদি। 

 

সাউদি বলেন, ‘পাকিস্তান ভালো একটা দল এবং বুধবার তাদেরকে পেছনে ফেলতে আমরা সেরাটা দিতে যাচ্ছি। সেমিফাইনাল রোমাঞ্চকর। আশা করি আমরা আমাদের ভালো খেলা অব্যাহত রাখবো।’

 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এই দুল দল ২৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৭ বার পাকিস্তান ও ১১ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড। ‍

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...