ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গুজরাটের নতুন অধিনায়ক গিল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ২০:০৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এরপরই শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। কে হবে গুজরাট অধিনায়ক। তবে এই জল্পনা-কল্পনা দীর্ঘ করেনি দলটি। শুভমান গিলকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। 

 

নতুন এই দায়িত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত গিল। তিনি এই গুরুদায়িত্ব তার কাঁধে তুলে দেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন।

গিল বলেছেন, 'আমি আনন্দিত এবং গর্বিত গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে। ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ আমার ওপর ভরসা রাখার জন্য এবং এমন দারুণ একটি দলের নেতৃত্ব দেয়ার জন্য। আমরা দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছি এবং আমি দলকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিতে চাই নিজেদের ব্র্যান্ড অব ক্রিকেট খেলে।'

২০২৩ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন গিল। ১৭ ইনিংসে ৮৯০ রান ছিল তার নামের পাশে। টুর্নামেন্ট জুড়ে তিনটি সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সবাইকে। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সর্বশেষ আসরে রানার্স আপ হতে হয় দলটিকে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...