ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রমজানে আর্মি ট্রেনিংয়ে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৪ ১১:২৪

পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। কোচ, অধিনায়ক থেকে শুরু করে প্রতিটি সেক্টরে লাগে পরিবর্তনের হাওয়া। মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেন। এবার এক ব্যতিক্রমী উদ্যোগই নিয়েছে পিসিবি সভাপতি। ক্রিকেটারদের আরও দীক্ষিত করে তুলতে এবার সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সব ঠিক থাকলে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের পর্দা নামার পর, বাবর-রিজওয়ানদের পাঠানো হবে সেনাবাহিনীর ট্রেনিংয়ে। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ট্রেনিং ক্যাম্প। মঙ্গলবার ইসলামাবাদের একটি হোটেলে এই ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। 

মহসিন নাকভি বলেন, ‘আমি যখন লাহোরে ম্যাচগুলো দেখছিলাম, তখন আমার মনে হয়নি যে, কেউ একটি ছক্কা মেরেছে যা গ্যালারিতে এসে পড়েছে। যখনি আমি এমন কোনো ছক্কা দেখেছি, মনে হয়েছে সেটা কোনো বিদেশি ক্রিকেটার হাঁকিয়েছেন। পরে আমি বোর্ডকে এমন একটি পরিকল্পনা করতে বলেছি যাতে প্রত্যেক খেলোয়াড়ের ফিটনেস দ্রুতগতিতে হয়। এর জন্য আপনাকে যথাযথ প্রচেষ্টা করতে হবে।’

এমন সিদ্ধান্ত আরও আগেই নেওয়ার পরিকল্পনা মাথায় এনেছিল পিসিবি চেয়ারম্যান। তবে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই এতোদিন সেটা হয়নি সম্ভব। পিএসএলের পর সুযোগ পাওয়ায় তাই সেটাকে হাতছাড়া করতে চাচ্ছে না বোর্ড। এই প্রসঙ্গে নাকভি আরও বলেছেন, ‘সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা এখন একটি সুযোগ পেয়েছি, যেখানে আমরা ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুলে (পাকিস্তানের সামরিক একাডেমি) একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করেছি। পাকিস্তান সেনাবাহিনী আপনাদের প্রশিক্ষণে জড়িত থাকবে। আশা করি, তারা আপনাদের সাহায্য করবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷