ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

স্টোকসের জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১২:৫৬

বেন স্টোকস। ফাইল ছবি বেন স্টোকস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দিন দুয়েক বাদে হায়দ্রাবাদে শুরু হচ্ছে স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ। মাঠের লড়াইয়ে নামার আগে খানিকটা দুশ্চিন্তা রয়েছে সফরকারী শিবিরে। কেননা, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়ে রয়েছে ঘোর সংশয়। স্টোকসের জন্য তাই একেবারে শেষ মূহুর্ত পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে সফরকারীদের।

প্রথম টেস্টে স্টোকস অনিশ্চিত হলেও, তাকে পেতে আশাবাদী দলটির হেড কোচ ব্র‍্যান্ডন ম্যাককালাম। তার জন্য শেষ মূহুর্ত পর্যন্তউ করতে চায় অপেক্ষা। ওয়ানডে বিশ্বকাপের পরপরই গত নভেম্বরে স্টোকসের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। যে চোটের সঙ্গে স্টোকসের লড়াইটা গত প্রায় দুই বছর ধরেই। যে কারণে গত জুলাইয়ের পর বল হাতে নেননি ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক। 

হায়দ্রাবাদে স্টোকসের খেলা নিয়ে ব্র‍্যান্ডন ম্যাককালাম বলেছেন,‘সে (স্টোকস) নিজেকে নিয়ে কাজ করছে এবং সবাই জানে তার ওয়ার্ক এথিক অসাধারণ। আমি তাকে রানিং করতে দেখেছি। আমার মনে হয় সে খেলতে প্রস্তুত।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷