ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ কিউইদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ ১০:৫৮

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ফিন অ্যালেন। গেটি ইমেজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ফিন অ্যালেন। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়ে হেরেছিল পাকিস্তান। সিরিজে টিকে থাকতে তাই তৃতীয় ম্যাচে জয় পেতেই হতো সফরকারীদের। কিন্তু আগের দুই ম্যাচের ফর্মটা এ ম্যাচেও টেনে আনেন কিউই তারকা ফিন অ্যালেন। রেকর্ড গড়া সেঞ্চুরিতে এই ওপেনার কিউইদের তুলে দেন রানের পাহাড়ে। জবাবে বাবর আজমের টানা তৃতীয় ফিফটিও পারেনি পাকিস্তানের হার এড়াতে। ফলে, পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় নিউজিল্যান্ড।

ডানেডিনে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের হয়ে রীতিমতো ঝড় তোলেন ওপেনার ফিন অ্যালেন। আগের সিরিজেই টাইগার পেসার শরিফুল ইসলামের বলে যেখানে রান নিতেই হিমশিম খেয়েছেন এই কিউই ওপেনার, সেখানে পাক বোলারদের রীতিমতো পাড়ার বোলার বানিয়ে ছাড়েন তিনি। শাহিন-রউফদের উপর তান্ডব চালিয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। 

শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংসে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফিন অ্যালেন থামেন ১৩৭ রানে৷ হাঁকান ১৬ ছক্কা, যা কিনা টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কার বিশ্বরেকর্ডও। অ্যালেন ঝড়ে পাকিস্তানকে ২২৫ রানের পাহাড়সম টার্গেট দেয় কিউইরা। পাহাড়সম রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। স্রোতের বিপরীতে গিয়ে ফিফটি তুলে নেন বাবর আজম। কিন্তু দলকে লড়াইয়ে রাখতে সেটা পালন করতে পারেনি মূখ্য ভূমিকা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৪৫ রানের জয়ে সিরিজটাও নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷