ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের সাথে চুক্তি করতে আগ্রহী নয় হোল্ডার-পুরান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ১২:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টির যুগে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটারদে কদর সবসময় আলাদা। ফ্র্যাঞ্চাইজি দলগুলোর আগ্রহের কেন্দ্রজুড়ে থাকেন দেশটির প্রথম সারির সকল ক্রিকেটার। সুযোগটা লুফিয়ে নিতে ভুল করেও না এসকল সদস্য। এবার তারই ধারাবাহিকতায় জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স। 

২০২৩-২৪ মৌসুমের পুরুষ ও নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। পুরুষদের চুক্তির তালিকায় নতুন এসেছেন মোট চার ক্রিকেটার।

২০১০ সালেও ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সন্তুষ্ট ক্যারিবিয়ানদের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স।

তিনি বলেন, ‘তিন সংস্করণেই ব্যস্ততাময় এক বছরের ক্রিকেটের আগে আমরা দুজন প্রধান কোচের সঙ্গে কয়েকবার বিস্তারিত আলোচনা করেছি। জানতে চেয়েছি তাঁরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান, সে ব্যাপারে। আমরা কোন পথে এগোতে চাই, সে ব্যাপারে আমরা স্বচ্ছ। যাদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের এখানে পাওয়ার প্রত্যাশা করছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷