ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রাজা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ ১০:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে নতুন যুগে প্রবেশ করেছিল জিম্বাবুয়ে। প্রথম বারের মত নিজ দেশে দলটি খেলেছে ফ্লাড লাইটের আলোতে। এই ম্যাচে জিম্বাবুয়ের জয়ের নায়ক ছিলেন সিকান্দার রাজা। এমন সময়ে নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিনি। 

প্রথম ম্যাচে আইরিশ তারকা কার্টিস ক্যাম্ফারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন রাজা। বিষয়টিকে মোটেও ভালো ভাবে নেয়নি আইসিসি। আচরণবিধি ভঙ্গের কারণে দুই ম্যাচ নিষিদ্ধর পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

রাজাকে দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। দুই ডিমেরিট পয়েন্ট পাওয়ায় রাজার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে চারে। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাজা।

একই সাথে আয়ারল্যান্ডে দুই তারকা ক্যাম্ফার ও জশ লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট, যেটা ২৪ মাসের মধ্যে প্রথমবার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷