ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের মায়া ছাড়ছেন বাটলাররা !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটকে গ্রাস করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। অর্থের নিরাপত্তায় ক্রিকেটাররা বেঁছে নিচ্ছে সেই পথটা। ট্রেন্ট বোল্ড, কুইন্টন ডি ককরা তার জলজ্যান্ত প্রমাণ। এবার ইংল্যান্ড ক্রিকেটেও বিস্তার করছে চিন্তা। কেননা দীর্ঘ চুক্তিতে যেতে রাজি হচ্ছেনা ইংলিশ ক্রিকেটাররা।এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

 

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বার্ষিক ৫০ লাখ পাউন্ডের চুক্তি দেয়া হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা। ১২ মাসের এই চুক্তির তালিকায় সবার উপরে আছেন বাটলার, লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, জফরা আর্চার ও বেন স্টোকসের মতো ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের পর এমন চুক্তিতে যেতে পারেন তারা।

 

টেলিগ্রাফ জানিয়েছে, বাটলারের সঙ্গে বিশ্বকাপের পরই চুক্তি করবে রাজস্থান রয়্যালস। বাটলার কিংবা অন্যান্য ক্রিকেটাররা চুক্তি করে ফেললে অসহায় হয়ে পড়বে ইংল্যান্ডের ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেট। দেশের প্রথম সারির ক্রিকেটারদের লোভনীয় লিগ থেকে আটকাতে কিছুদিন আগে ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷