ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে সিরিজ হারিয়ে টেবিলের চূড়ায় ইংলিশরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০২:২৩

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: বিসিবি ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: বিসিবি

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ড। আর তাতেই নিউজিল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে জস বাটলারের দল। অন্যদিকে টেবিলের ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২১ ম্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে ইংলিশরা অবস্থান করছিল টেবিলের তিনে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে ভারত ও নিউজিল্যান্ডকে টপকে টেবিলের চূড়ায় উঠে আসে দলটি। ফলে, ওয়ানডে সুপার লিগে ২৩ ম্যাচ খেলে বাটলারদের সংগ্রহ এখন ১৫৫ পয়েন্ট। 

অন্যদিকে দুইয়ে নামা কিউইরা ২১ ম্যাচ খেলে পেয়েছে ১৫০ পয়েন্ট। তিনে থাকা ভারত সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১৩৯ পয়েন্ট। এদিকে ২০ ম্যাচ খেলে ১২ জয়ে ১২০ পয়েন্টে তামিম ইকবালের দলের অবস্থান ছয় নম্বরে।

উল্লেখ্য, আয়োজক ভারত ছাড়া সুপার লিগ থেকে টেবিলের প্রথম ৭টি দল সরাসরি ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যেই ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। বাকি ১টি জায়গার জন্য লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। 

ওয়ানডে সুপার লিগের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থা:

১. ইংল্যান্ড: ২৩ ম্যাচে ১৫৫ পয়েন্ট

২. নিউজিল্যান্ড: ২১ ম্যাচে ১৫০ পয়েন্ট

৩. ভারত: ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট

৪. পাকিস্তান: ২১ ম্যাচে ১৩০ পয়েন্ট

৫. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট

৬. বাংলাদেশ: ২০ ম্যাচে ১২০ পয়েন্ট

৭. আফগানিস্তান: ১৫ ম্যাচে ১১৫ পয়েন্ট

৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট

৯. দক্ষিণ আফ্রিকা: ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট

১০. শ্রীলঙ্কা: ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট

১১. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট

১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট

১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷