ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পান্থ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮

চোটে ছিটকে গেলেন ঋষভ পান্থ। গেটি ইমেজ চোটে ছিটকে গেলেন ঋষভ পান্থ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মিরপুরে চলছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। তবে ভারতের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্থের। অবশ্য এবার জানা গেল পান্থের একাদশে না থাকার খবরটি।

চোটে পড়েছেন এই তারকা ব্যাটার। যার কারণে প্রথম ওয়ানডেতে ত বটেই, পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। এক বিবৃতিতে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘বিসিসিআই মেডিকেল টিমের সঙ্গে আলাপ করে ঋষভ পান্থকে ওয়ানডে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিবেন। এই মূহুর্তে তার বিকল্প হিসেবে কাউকে নেওয়া হয়নি।’

চোটের কারণে এর আগেই এক জাঁক তারকা ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন৷ যার সবশেষ সংযোগ পান্থ। এর আগে দলটির তারকা পেসার জাসপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে যান। সেই তালিকায় যুক্ত হন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামি। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷