ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনায় ওয়ার্নার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০৫:৩৫

ডেভিড ওয়ার্নার। ছবি সংগৃহীত ডেভিড ওয়ার্নার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ একদিন থামতে হয়। জীবন কিংবা ক্রিকেট সব ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ওয়ার্নারও শুরু করেছে দিনক্ষণ ক্ষননা শুরু। কেননা বয়সের বিচারে সংখ্যা যে ৩৬। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যেপ্রথমে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান এই ওপেনার। 

 

ওয়ার্নার জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যেই সাদা পোশাককে শো-কেসে তুলে রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি। খুব সম্ভবত আগামী বছর অ্যাশেজ সিরিজটাই হবে লাল বলে তার শেষ টেস্ট সিরিজ।

 

টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি আরও কিছুদিন চালিয়ে যেতে চান। আপাতত তার পরিকল্পনা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এরপর পুরোপুরি বিশ্বকাপকে বিদায় বলে দেয়ার।

 

ওয়ার্নার বলেন, ‘সবার আগে যেটা থেকে বিদায় নিতে চাই, সেটা হলো টেস্ট ক্রিকেট। আগামী বছরটা খুব ব্যাস্ত সময় কাটবে। কারণ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সম্ভবত এটাই আমার টেস্ট ক্যারিয়ারের শেষ ১২ মাস। এরপরই টেস্টকে বিদায় জানিয়ে দেবো। তবে আমি সাদা বলের ক্রিকেট পছন্দ করি, এটা অসাধারণ।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷