ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে দলে ফিরছেন আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ২২:৫৩

শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত শাহিন আফ্রিদি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দলে ফিরছেন পাকিস্তান পেসার শাহিন আফ্রিদি। ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে পাওয়া যাবে আফ্রিদিকে। মেলবোর্নে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই দুটি প্রস্তুতি ম্যাচে তার পারফরম্যান্স দেখে।

 


আফ্রিদি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে আবারও যোগ দিবো এবং আমার অবদান রাখতে পারবো, এটা ভেবে আমি রোমাঞ্চিত। প্রিয় খেলা ও দল থেকে এতদিন দূরে থাকার সময়টা ছিল খুব কঠিন।’

 

 

গত জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে ফিল্ডিং করার সময় হাঁটুর লিগামেন্ট চোটে পড়েন শাহীন। আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরে থাকাকালে পুনর্বাসন করছিলেন। আশা ছিল সেরে উঠবেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷