ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয়দের আধিক্য, চিন্তায় পিসিবি প্রধান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫০

রমিজ রাজা। ছবি সংগৃহীত রমিজ রাজা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়ায় সবার উপরে আইপিএল। এই লিগের মালিকরাই অন্যান্য লিগে দল কিনছে। যার ফলে সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহন নিয়ে শঙ্কা জেগেছে। কেননা দুই দেশের রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়। আইপিএল ছাড়াও এসএ টি-টোয়েন্টি কিংবা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির মতো লিগে আধিক্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাই এসব লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রমিজ রাজা।

 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, 'পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা পাকিস্তানিদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ার বিষয়ে অন্যান্য বোর্ডপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।'

পিসিবির দুশ্চিন্তার আরেকটি দিক পিএসএলের মান ধরে রাখা নিয়েও। আর্থিক দিক থেকে পিএসএলকে চ্যালেঞ্জ জানাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের লিগ দুটি। বিশেষ করে আরব আমিরাতের লিগ থেকে খেলোয়াড়দের আয়ের পরিমাণ হবে বেশি, যেখানে একজন বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ আছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷