ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতকে হারিয়ে বার্তা দেওয়ার প্রত্যয় পুরানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ১৯:৫৭

নিকোলাস পুরান। ছবি সংগৃহীত নিকোলাস পুরান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল যখন টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ যাত্রা শুরু করে ঠিক সেময়ে উইন্ডিজ ওয়ানডে দল সফর করে পাকিস্তানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর অধিনায়ক নিকোলাস পুরান বলেছিল বাংলাদেশের বিপক্ষে এই পরাজয়ের গ্লানি মুছতে চাই। তবে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জায় পরতে হয়েছিল দলকে। ক্যারিবীয়দের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। এই সিরিজ জিতেই বিশ্বকে বার্তা দিতে চায় ক্যারিবীয়রা।

ভারতের বিপক্ষে জয়ের কাজ মোটেও সহজ হবে না জেনেও লড়াই করতে চান দৃঢ়ভাবেই। ভারতের বিপক্ষে সিরিজের আগে পুরান বলেন, 'তাদের এমন অনেক ক্রিকেটার রয়েছে এবং ব্যাট-বল হাতে ম্যাচ জেতাতে ভূমিকা রাখতে পারে। আমরা ফ্লোরিডায় তাদের চ্যালেঞ্জ জানাতে চাই এবং পুরো ক্রিকেট বিশ্বকে বার্তা দিতে চাই। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য এটা দারুণ ব্যাপার হবে।'

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ব্যর্থতার জন্য মানসিকতাকেই দায়ী করেছেন পুরান। তার বিশ্বাস ভারতের বিপক্ষেই সঠিন মাইন্ডসেট খুঁজে পাবেন তারা। আপাতত ভারতের বিপক্ষে প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলাই লক্ষ্য ক্যারিবীয়দের।

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে পুরান বলেন, 'ওয়ানডে ক্রিকেটের জন্য আমাদের মানানসই মাইন্ডসেট খুঁজে বের করতে হবে। একবার যদি আমরা ছন্দে ফিরতে পারি আমরা ভালো করবো। কিন্তু এখন আমাদের প্রতিটি ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন তরিকা খুঁজে বের করতে হবে এবং প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে হবে। আমরা আমাদের সেরাটা দিয়ে সামনে এগোতে চাই।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷