ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কোহলিকে নিয়ে এতো কথা কেন: প্রশ্ন রোহিত-বাটলারের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২ ০০:৩১

বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত বিরাট কোহলি৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ভারত তথা বিশ্ব ক্রিকেটে বড় আলোচনার একটি বিরাট কোহলির অফ ফর্ম৷ ম্যাচের শুরুতে ভালো ছন্দে থাকলেও হঠাৎ ঘটছে ছন্দপতন৷ কোহলির অফ ফর্মে আলোচনার কমতি নেই ক্রিকেট পাড়ায়৷ তবে কেন এত আলোচনা তা বুঝছেন না রোহিত শর্মা এবং জস বাটলার৷

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিয়াইতে না খেললেও কোহলি খেলেছেন দ্বিতীয় ম্যাচে৷ তবে করতে পারেননি ইনিংস বড়৷ আউট হয়েছেন ১৬ রান করে৷ ভারতের হারও ১০০ রানে৷

ম্যাচ শেষে আরও একবার কোহলির ফর্ম নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। যেখানে কোহলির পক্ষেই কথা বলেন রোহিত।

তবে ভারতের অধিনায়ক বুঝতে পারছেন না কোহলিকে নিয়ে এতো কথা কেনো হচ্ছে? তার ভাষ্য, ‘এই আলোচনা হচ্ছে কেনো? আমি বুঝতেই পারছি না।’ একই মন্তব্য ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারেরও, ‘(এই আলোচনায়) বিস্মিত। রেকর্ডই তার পক্ষে কথা বলে। এ বিষয়ে প্রশ্নই উঠবে কেন?’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলির পক্ষে ব্যাট ধরে রোহিত আরও বলেছেন, ‘কোহলি এতো ম্যাচ খেলেছে, এতো বছর ধরে খেলছে। সে অসাধারণ ব্যাটার। তাকে নিয়ে দ্বিতীয়বার ভাবার কারণ নেই। আমি আগেও বলেছি, উত্থান-পতন থাকবেই। এটিই ক্রিকেটারের জীবন। এক-দুইটি ভালো ইনিংস খেললেই সে ঘুরে দাঁড়াবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷