ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কোহলিকে বাদ দিয়ে ভারতের দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০৪:৫৭

বিরাট কোহলি। ছবি সংগৃহীত বিরাট কোহলি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অফফর্ম পিছু ছুটছে না বিরাট কোহলির। সেঞ্চুরি ইনিংস অতিক্রম করলেও শতকের দেখা পাচ্ছে না এই ব্যাটার। মাঝে মধ্যে অবশ্য দেখা পায় হাফসেঞ্চুরির। এমন সময়ে বিশ্রাম চেয়েছিল তিনি। উইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

উইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। এর আগে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে ভারত। সেই দলেও ছিলেন না বিরাট। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রিত বুমরাহকেও। লোকেশ রাহুল এবং কুলদীপ যাদব যদি সুস্থ থাকেন তাহলে দলে নেওয়া হবে তাদের।

যদিও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালেই বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন বিরাট। আবার অফ ফর্মের কারণে চারদিক থেকে সমালোচনার ঝড় ওঠার সঙ্গে সঙ্গে বিরাটকে কিছুদিনের জন্য বাদ দেওয়ার পক্ষেও মত দিচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হলো।

বিরাট না থাকলেও ভারতীয় দলে আছেন রোহিত শর্মা। দলে নেওয়া হয়েছে ইশান কিশান, সুর্যকুমার যাদব, দিপক হুডা, শ্রেয়াস আয়ারকে। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন রিশাভ পান্ত এবং দিনেশ কার্তিক। স্পিনার হিসেবে রবিন্দ্র জাদেজা (অলরাউন্ডার), অক্ষর প্যাটেল এবং রবি বিষনোইয়ের সঙ্গে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। বুমরাহকে বিশ্রাম দিলেও রয়েছেন ভুবনেশ্বর কুমার। তার সঙ্গে পেস আক্রমণ সামলাবেন আবেশ খান, হারশাল প্যাটেল এবং অর্শদিপ সিংহ। নেওয়া হয়নি উমরান মালিককে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টি-টোয়েন্টি সিরিজে ফেরানো হল রোহিতকে। আইপিএলের পর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া আর কোনো টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায়নি বিরাটকে। দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেননি তিনি। চোটের কারণে খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচও।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷