ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লঙ্কান মানুষের ভালোবাসায় মুগ্ধ ওয়ার্নার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ০৩:৩৮

ডেভিড ওয়ার্নার৷ ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার৷ ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক: শ্রীলংকার ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে আসেনি৷ যখন এসেছে তখন বদলে গেছে অনেক কিছুই৷ জ্বালানি নেই, খাবারের ঘাটতি, নেই বিদ্যুত৷ সব না থাকার মাঝে যেটি আছে সেটি হলো ক্রিকেট৷ শ্রীলংকা সফরে এসে জনগণের ভালোবাসায় মুগ্ধ হয়ে একদিনের জন্য হলেও পরিবার নিয়ে শ্রীলংকায় ছুটি কাটাতে চায় অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার৷


ইনস্টাগ্রামে শ্রীলঙ্কার পতাকা পোস্ট করে ওয়ার্নার লিখেন, আমি পরিবার নিয়ে একদিনের জন্য হলেও শ্রীলঙ্কায় ছুটি কাটাতে আসতে চাই।'

ওয়ার্নার যোগ করেন, 'ধন্যবাদ শ্রীলঙ্কা, অত্যন্ত কঠিন সময়ের মধ্যেও আমাদের এই আতিথেয়তা দেওয়ার জন্য। এই ভালবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তোমরা আমাদের জন্য দু'হাত বাড়িয়ে দিয়েছিলে। এই সফর কখনও ভোলা যাবে না। শ্রীলঙ্কার যে বিষয়টি আমার সবচেয়ে ভালোলাগে, সেটা হলো তোমাদের মুখের হাসি। পরিস্থিতি যেমনই হোক না কেন, মুখে সেই হাসি থেকেই যায়। সবসময় তোমরা স্বাগত জানাতে প্রস্তুত থাকো।

সফরের শেষ ম্যাচে ইনিংস ও ৩৯ রানে হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া৷ সকলের ভালোবাসায় মূখ্য হয়নি পরাজয়৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷