ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২২ ২৩:২৩

দুই দলের দুই নেত। ছবি সংগৃহীত দুই দলের দুই নেত। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে রোহিত শর্মার দল। ইতোমধ্যেই এই সফরের সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূচি অনুযায়ী ২২ জুলাই শুরু হতে যাচ্ছে এই সিরিজ। বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৭ জুলাই। তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে কুইন্স পার্ক ওভালে।

ওয়ানডে সিরিজ শেষে ২৯ জুলাই শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। এরপর দুই দল চলে যাবে সেইন্ট কিটস এন্ড নেভিসে।


১ ও ২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তারপর ফ্লোরিডাতে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ও ৭ আগস্ট।

এই দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেতৃত্বে দেবেন নিকোলাস পুরান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েকদিন আগেই অবসর নেন সাদা বলের ক্রিকেটে এতদিন ক্যারিবিয়ানদের নেতৃত্বে থাকা কাইরন পোলার্ড।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷