ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা কতটুকু ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ২১:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  আউটফিল্ড খেলার উপযোগী না হলে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে। টূর্ণামেন্টে রয়েছে এমন নিয়ম। ধর্মশালার আউট ফিল্ড নিয়ে আলোচনার মধ্যে কথা উঠেছে পয়েন্ট কি ভাগাভাগি হবে। 

তবে ধর্মশালায় কালকের ম্যাচ খেলানোই যাবে না, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বা আইসিসি কর্মকর্তারা কেউই এখনো সেরবকম কোনও আভাস দেননি।

সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৭৯০ ফিট উঁচুতে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পাঁচ ম্যাচ। হিমাচল প্রদেশের এই স্টেডিয়ামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তবে মাঠের আউটফিল্ড এতটাই বাজে যে নানাদিকে চলছে নানারকম সমালোচনা। 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ঘাস উঠে বালি বেড়িয়ে পড়েছিল। ফিল্ডিং করতে গিয়ে বড় ধরণের ইনজুরি থেকে রক্ষা পেয়েছিলেন মুজিব উর রহমান। বাংলাদেশের খেলোয়াড়রা হোচট খেয়েছে। 

ধর্মশালার এই আউটফিল্ড নিয়ে চিন্তিত ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। কেননা এই আউট ফিল্ডেই আত্মবিশ্বাসী বাংলাদেশের মুখোমুখি হবে তার দল। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আউটফিল্ড নিয়ে মরগান বলেন, এই আউটফিল্ডকে ‘আইডিয়াল’ বলা যাবে না কিছুতেই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।