ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৫:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অনেক নাটকীয়তা শেষে গত মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপ সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। দলটির বিপক্ষে সাকিব-তামিমরা মাঠে নামবে ৭ অক্টোবর। মূল পর্বে লড়াইয়ের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

২৯ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা কোয়ালিফায়ার-২ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অপরটি ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। । দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাশাপাশি ম্যাচগুলো আয়োজনের সুযোগ করে দেওয়ায় বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তারা।

গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সূচি:

২৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-২

৩০ সেপ্টেম্বর: ভারত বনাম ইংল্যান্ড

২ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ

৩ অক্টোবর: আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার-২

 

-নট আউট



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।