ঢাকা | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

তাসকিন নাকি আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২৩:৩০

ফাইল ছবি ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন জসপ্রীত বুমরাহ ও শাহিন আফ্রিদি। ভারতীয় বুমরাহ নাকি পাকিস্তানি আফ্রিদি, সামর্থ্যের বিচারে কে এগিয়ে এ নিয়ে হয়েছিল তুমুল আলোচনা। মূলত দুজনের পারফরম্যান্সে সৃষ্টি হয়েছিল এমন পরিবেশ। তবে দীর্ঘদিন ধরে ইনজুরিতে রয়েছেন বুমরাহ। আসন্ন আইপিএলে খেলতে না পারা প্রায় নিশ্চিত। শঙ্কা রয়েছে ঘরের মাঠে বিশ্বকাপ নিয়েও। 

বুমরাহর ইনজুরিতে এগিয়ে রয়েছেন আফ্রিদি। তবে এখন নতুন করে তর্ক হলে নিশ্চয়ই আফ্রিদির সাথে জুড়ে থাকবে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ এর নাম। ডেডিকেশন,প্রচেষ্টায় তাসকিন এখনও তরুণদের আইডলও বটে। 

বাংলাদেশের পেস বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। অপরদিকে পাকিস্তানকে আফ্রিদি।

ইংল্যান্ডে বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৬৬ রান খরচ করলেও প্রথম ম্যাচে দিয়েছিলেন মাত্র ২৬ রান। 

পাকিস্তান সুপার লিগে দূর্দান্ত ফর্মে রয়েছেন অফ্রিদি। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের শাসন করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে রেখেছেন সবার উপরে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...