ঢাকা | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪ ২২:৫৭

দাপুটে জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ দাপুটে জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নারীদের এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা ভারতের কাছে এদিন পাত্তাই পায়নি বাংলার বাঘিনীরা। দাপুটে জয়ে প্রথম দল হিসেবেও ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্য দিকে সেমিফাইনালে থামল বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা।

ডাম্বুলায় এদিন আগে ব্যাট করে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ২ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া শেষ দিকে ১৯ রান করে অপরাজিত থাকেন স্বর্না আক্তার। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের কোটা। ভারতের পক্ষে রেনুকা ও রাধা যাদব নেন ৩ উইকেট করে।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ১১ ওভার ও ১০ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে ফাইনালও নিশ্চিত করে দলটি। ৯ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা। ২ চারে শেফালি ভার্মা করেন ২৬ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...