ঢাকা | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ভারতকে পাকিস্তান সফরের অনুরোধ শোয়েব মালিকের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪ ১১:৩৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। সে টুর্নামেন্টে খেলতে প্রতিবেশিদের ঘরে যেতে রাজি নয় ভারত। ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দেশ ভারত বেঁকে বসায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এর মধ্যেই রোহিত শর্মাদের পাকিস্তান সফরের অনুরোধ জানিয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্যাই থাক না কেন, সেটা আলাদা বিষয়। সেই সমস্যার সমাধান আলাদা ভাবে হবে। খেলার মধ্যে রাজনীতির জায়গা নেই।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। তাই ভারতেরও এবার পাকিস্তান সফর করা উচিৎ বলে মনে করেন শোয়েব, ‘গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান গিয়েছিল। এ বার ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা।’

ভারতের বর্তমান ক্রিকেটারদের অনেকেই তাদের দীর্ঘ ক্যারিয়ারে কখনো পাকিস্তানে খেলেননি। পাকিস্তানের মাটিতে খেললে তাদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে বলে মনে করেন শোয়েব, ‘ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে খেলেনি। ওদের বড় অভিজ্ঞতা হতে পারে। আমরা খুব ভাল মানুষ। আমরা অতিথিদের সম্মান করি। আমি ভারতীয় দলকে আবেদন করছি। আশা করছি ওরা পাকিস্তানে খেলতে আসবে।’



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷