ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতৃত্বে সফল ইমরুল কায়েস

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৭:১৫

বিপিএলের পর ডিপিএলেও চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস৷ ছবি সংগৃহীত৷ বিপিএলের পর ডিপিএলেও চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস৷ ছবি সংগৃহীত৷

বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ ইমরুল কায়েস৷ একাধারে জাতীয় দলে খুব বেশি দিন থাকা না হলেও ঘরোয়া লীগে নিয়মিত৷ শুধু একজন ব্যাটার হিসেবে ভাবলে ভুল হবে ৷ হয়তো অধিকাংশই এই ভুল করবে না ৷ কারন যারা দেশের ক্রিকেটের সামান্যতম খোঁজ খবর রাখেন তারা জানে মাঠে দলের নেতা এই ইমরুল৷ জাতীয় দলকে কখনো নেতৃত্ব না দিলেও ঘরোয়া পর্যায়ে নেতৃত্বে সফল এই ব্যাটার৷

ধারাবাহিক ভাবে রান করার পরেও টিম কম্বিনেশনে যে কয়েকজন খেলোয়াড় দলে সুযোগ পায়না তাদের মধ্যে একজন ইমরুল কায়েস৷ কখনো সিরিজ সামনে রেখে অনুশীলনে ডেকেও হয়না তার জায়গা৷ ট্রলের বেলাতেও যেমন অবেহলাতেও তেমনি তিনি৷ তবে কথায় আছে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, জয় আসবেই আসবে৷ ঠিক সেই কথাকে পূঁজি করে এগিয়ে যাচ্ছেন ইমরুল ৷ নিজের সাথে সফল করছেন দলকে৷

দেশের অভ্যন্তরে বিপিএল ও ডিপিএল অন্যতম সেরা টূর্ণামেন্ট৷ এই দুই লিগে পাখির চোখ থাকে নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট নিয়ে কাজ করা সকলের৷ সর্বশেষ বিপিএল মাঝারি সংগ্রহ দাঁড় করালেও যে দলটি চ্যাম্পিয়নের বিজয় উৎসব করেছিল সেই দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন ইমরুল কায়েস৷ নিজের বুদ্ধিদিপ্ত অধিনায়কত্বে দলকে যেমন সম্মানের আসনে বসান তেমনি এক সূতোয় বাঁধেন পুরো শিবিরকে৷

সর্বশেষ বিপিএলের পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও মাঝারি মানের দলকে নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এনে দিয়েছেন প্রথমবারের মত শিরোফা৷ দলে নামি দামি তারকা না থাকলেও বোলার ও ফিল্ডারদের সঠিক ব্যবহারে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দলটি৷

একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ দলের দুঃসময়ে কিংবা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে কিভাবে দল পরিচালনা করছেন৷ সেদিক বিবেচনায় অনেকের চেয়ে এগিয়ে থাকবেন ইমরুল কায়েস৷

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অধিনায়কের সফলতার বিচারে সবার উপরে থাকবেন মাশরাফী বিন মর্তুজা৷ এরপর যে কয়েকজনের নাম আসবে তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস৷ টানা দুই টূর্ণামেন্টে দলকে মাতালেন বিজয়ের আনন্দে৷ তাই বলাই যায় নেতৃত্বে সফল ইমরুল কায়েস৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...