ঢাকা | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

কলকাতা-হায়দ্রাবাদ কোয়ালিফায়ারে, ব্যাঙ্গালুরু-রাজস্থান খেলবে এলিমিনেটর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৪ ১০:২৭

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাতেই অবশ্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কারা খেলছে প্লে-অফে সেটা হয়ে যায় নিশ্চিত। তবে, কলকাতার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কারা, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল গ্রুপ পর্বের শেষ পর্যন্ত।

রোববার দিনের প্রথম খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ জয় দিয়ে কাজটা সহজ করে রেখেছিল। রাতে বেরসিক বৃষ্টিতে রাজস্থান-কলকাতা ম্যাচ ভেস্তে যাওয়ায়, কপাল পুড়েছে রাজস্থানের। সানরাইজার্স হায়দ্রাবাদের সমান ১৭ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে রাজস্থান নেমে গেছে লিগ টেবিলের তিনে। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে কলকাতা। ফলে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্য দিকে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দলের জন্যও সুযোগ থাকবে ফাইনালে খেলার। কেননা, এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তারা। রাজস্থান ও ব্যাঙ্গালুরু এলিমিনেটর ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার। দ্বিতীয় কোয়ালিফায়ার শুক্রবার। আসরের ফাইনাল ম্যাচটি হবে চেন্নাইয়ে, আগামী রোববার। 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...