ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধারালো হচ্ছে তামিমের অধিনায়কত্ব

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ২২:১৪

তামিম ইকবাল। ফাইল ছবি তামিম ইকবাল। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলার ক্রিকেটে এসেছে সুদিন ৷ ম্যাচ জয়ের সাথে বৃদ্ধি পাচ্ছে সিরিজ জয়ের ট্রফি৷ বাংলার কাপ্তান মিস্টার খাঁন হয়ে উঠছেন পরিপক্ক৷ অভিজ্ঞতাকে পূঁজি করে সামলিয়ে নিচ্ছেন তাসকিন, ফিজদের ৷ জয়ের ধারায় চলমান রাখছেন অপরিবর্তিত একাদশ৷ ঝুঁকি নিতে শিখেছেন বিপদের সময়৷ চোখে মুখে বিশ্বমঞ্চে সেরা হওয়ার স্বপ্ন ৷ 

দলের দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন আমাকে বিচার করবেন কয়েক সিরিজ পরে কারন অধিনায়কত্বে আমি নবাগত৷ তামিমের অধীনে বাংলাদেশ দল খেলে ফেলেছে ১৮ টি ম্যাচ৷ ৬৬ শতাংশ সফলতার বিবেচনায় ম্যাচ জয়ের সংখ্যা মোটে ১২৷ দেশ-বিদেশের মাটিতে ৬ সিরজে ৫টিতেই সফলতা৷ সুপারলিগের পয়েন্ট টেবিলে উজ্জ্বলিত বাংলাদেশের নাম৷ দলটির অবস্থান সবার শীর্ষে ৷

মাঠের লড়াইয়ে নেতা নন, বন্ধু হিসেবে থাকছেন পাশে৷ খেলোয়াড়ের আত্মবিশ্বাসকে সম্মান করে রাখছেন বিশ্বাস, করছেন ভরসা৷ এই বিশ্বাসে জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ।

বন্ধুত্বের ফাটল নিয়ে কত বিশ্লেষণ, কত আলোচনা৷ সমস্ত কিছুর ইতি টেনেছেন বন্ধুকে পরম যত্নে বুকে নিয়ে ৷ বন্ধুর বিপদে দিয়েছেন ভালোবাসা৷ দেশপ্রেমের নিবেদনে মুগ্ধ হয়েছেন, প্রশংসায় ছাড়িয়েছেন মুগ্ধতা৷ 

অভিজ্ঞ তামিমের অধিনায়কত্ব হচ্ছে ধারালো৷ পরিসংখ্যান বলছেন মাশরাফিকে স্পর্শ করতে প্রয়োজন মাত্র ১শতাংশ৷ যখন ছিলনা সোনালী দিন, 

খেলায় হতাশ হয়ে দর্শক ফিরতো মাঝ পথে, তবে ফিরে আসতো পরের ম্যাচেই৷এখন তাকিয়ে থাকে ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে ৷ 

বোলারদের স্পেল করেছেন ছোট৷ আত্মবিশ্বাস নিয়ে বোলরাও ছন্নছাড়া করছেন প্রতিপক্ষ ব্যাটাদের৷ ব্যাট হাতে সাইক্লোন ইনিংস খেলছেন কাপ্তান নিজেও৷ প্রতিপক্ষের সাজানো পরিকল্পনা ভেস্তে দিচ্ছেন স্পিন বিষে৷  

বাংলার ক্রিকেট সংস্কৃতিতে খেলোয়াড়রা সফল হলে যতটা আলোচনা হয় তার থেকেও বেশি সমালোচনা হয় ব্যর্থতার সময়ে৷ সাইলেন্ট কিলার রিয়াদে ক্রিকেটীয় সময় যাচ্ছেনা মোটেও ভালো৷ বড় ভাইকে বন্ধু করে দাঁড়িয়েছেন পাশে৷ নিন্দুরের নিন্দায় করেছেন প্রতিবাদ, বলে দিয়েছেন পাশে আছেন পুরো টিম ম্যানেজম্যান্ট ৷ 

অধিনায়কত্বে অনন্য কিছু করে সোনালী অধ্যায়ের শুরু হয়েছিল যার হাতে তার উত্তরসূরী হয়ে ঠিক মত ক্রিকেট সংসারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন দারুণভাবে৷ আগুনের উপর হেটে চলা তাসকিনকে আইপিএল মঞ্চ বানিয়ে দিয়েছে সেঞ্চুরিয়ানে৷ সেই মঞ্চে কাপ্তানের কথাতে পেয়েছেন পাঁচ উইকেট৷ কাচ্চি খাওয়ার সুযোগ পেলেন কাপ্তানের পরামর্শে৷ 

বিশ্বকাপে কাপ্তানির ঝলক দেখাতে চান তামিম৷ সেরা চারে থেকে পা রাখতে চান বিশ্ব লড়াইয়ে৷ শেষের শুরুটাও করতে চান ট্রফি উঁচিয়ে৷ স্বপ্ন দেখতে নেই কোন বাঁধা ৷ সবকিছু ঠিক ঠাক চললে ট্রফি আসতে পারে নিজ ঘরে৷ আসলেও অবাক হওয়ার নেই কিছু৷

 

-মশিউর রহমান সাওন

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...