ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ডমিনেটর্সের নেতৃত্বে নাসির হোসেন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩ ০১:০৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ গুঞ্জন ছিল পেসার তাসকিন আহমেদ হচ্ছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক। তবে শেষ দল ভরসা রেখেছে নাসির হোসেনের প্রতি। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও এই ফিনিশারের অভিজ্ঞতাকে ছোট করে দেখার সুযোগ নেই কোনভাবেই। 

আসন্ন বিপিএলে নিজেদের দল গুছানোর ক্ষেত্রে খুব বেশি বড় নাম নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে ভেড়াতে পারেনি ঢাকা। দলটির তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকাররা। এরমধ্যে তাসকিন ছাড়া বাকিরা দলের বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে শান মাসুদ, চামিকা করুণারত্নে, আহমেদ শেহজাদরা রয়েছেন দলে। তবে তাদের ওপর বিশ্বাস না রেখে বরং নাসিরকেই বেছে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এদিকে নাসিরের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিনকে।

নাসির সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে। ২০১১ সালে অভিষেকের পর থেকে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে মোট ১১৫ ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী নাসির। জাতীয় দলে খেলার সময়ে অনেক ম্যাচ একাই জিতিয়েছেন এই অলরাউন্ডার।

এদিকে চট্টগ্রাম চ্যারেঞ্জার্স অধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছে শুভাগত হোমকে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত

ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...

বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ