ঢাকা | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪ ১২:৪৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কা সিরিজ থেকে আগেভাগেই ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে প্রথম ম্যাচে তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছিলেন, সাকিব আন্তর্জাতিক ম্যাচ খেলার মত এখন ফিট নেই। 

নতুন গুঞ্জন সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টে ফিরছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার পাশাপাশি রোজা রেখে অনুশীলন করছেন মিরপুরে। বিশেষ নজর দিয়েছেন নিজের ফিটনেসে। 

সাদা পোশাকে সাকিবের ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সে খেলতে চাইলে বোর্ডের কোনো সমস্যা নেই দাবি করে গতকাল টিটু বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটা বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন, সেটা যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তাহলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সব সময় চাই যে সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।