ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাদা পোশাকেও থাকবে রঙিন দ্বৈরথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ২১:২৪

টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। ছবি সংগৃহীত টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কা ১৮, বাংলাদেশ ১ ! আভিজাত্যের টেস্ট ক্রিকেটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান এমনটি। তবে কথায় আছে ‘পরিসংখ্যান আস্ত গাঁধা’। সাদা পোশাকে ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ সাফল্য নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই আত্মবিশ্বাস যে লঙ্কা সিরিজে বড় শক্তি তা তো অনুমেয়। তবে টেস্টে বাংলাদেশের দূর্বলতা ভালো ভাবেই জানা বলে কিছুটা শান্তিতেও থাকতে পারে সফরকারীরা। একই সাথে প্রতিশোধ নেওয়ার ক্ষুধা তো থাকছেই। 

ভারত বিশ্বকাপে টাইম আউট ইস্যু এখনও ভুলেনি শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হারিয়ে বুনো উল্লাস তারই প্রমাণ। বাংলাদেশ অবশ্য কম যায়নি। ওয়ানডে সিরিজ লুফে নেওয়ার পর হেলমেট নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই অসহায়ত্ব ফুটে তুলেছিল। 

আগামীকাল (শুক্রবার) শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও যে দ্বৈরথের রেশটা থেকে যাবে তার আভাস পাওয়া গেছে আজকের সংবাদ সম্মেলনে। ম্যাচের আগের দিনে সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। টেস্ট সিরিজ জিতলে তেমন উৎসব করার প্লান আছে কিনা দিয়েছিলেন এমন প্রশ্নের উত্তর। 

ধনঞ্জয়া হাসি মুখে বলেন, ‘জেতার পর দেখা যাবে। ’

ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে মানুষের আগ্রহ সকলের জানা। ভবিষ্যতে হয়তো বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে দেখা যেতে পারে তেমনটা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।