ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আপাতত ক্রিকেটে ফিরছেন না সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১৭:৩৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। সবশেষ ম্যাচে মাঠে নামা হয়নি অধিনায়কের। এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে কবে মাঠের ক্রিকেটের ফিরবেন তিনি। কেননা এখনও আঙ্গুলের চোট থেকে সেরে উঠেননি তিনি। 

 

একদিকে ইনজুরি, অপরদিকে জাতীয় নির্বাচনের প্রচারণা। যার ফলে আপাতত জাতীয় দল যে সাকিবের সার্ভিস পাবে না তা এক প্রকার নিশ্চিত। যার ফলে আনুষ্ঠানিক ভাবে তিনি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছাড়তে পারেন। 

বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতি সিরিজে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। অর্থাৎ নির্বাচনি প্রচারণার সময়ে চলবে এই দুটি সিরিজ।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেবেন। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে তার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।